জিয়ার শাহাদাতবার্ষিকী: মুন্সিগঞ্জে বিএনপির দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে ‘জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের আয়োজনে’ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
পরে অসহায় ও দরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে চাল, তেল, ডাল, সেমাই, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক এ কে এম ইরাদত মানু। পরিচালনা করেন, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন।
বক্তারা শহীদ জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


