১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৬:২৬
জিপিএ-৫ পেয়েও এখনো কলেজ পায়নি ৩২৮ শিক্ষার্থী
খবরটি শেয়ার করুন:

তিন-দফা তালিকার পরও কলেজে ভর্তির সুযোগ পায়নি এসএসসিতে জিপিএ-পাঁচ পাওয়া ৩২৮ জন শিক্ষার্থী। চতুর্থ দফা তালিকায় তারা মনোনীত হতে পারবে কি-না, সে নিশ্চয়তাও দিতে পারেনি শিক্ষাবোর্ড। প্রস্তুতি ছাড়াই প্রথমবার চালু করা অনলাইন পদ্ধতির ত্রুটির কারণেই এ পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিড়ম্বনা পিছু ছাড়ছে না এবারের এসএসসি পাস করা শিক্ষার্থীদের। একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশিত হয়েছে নির্ধারিত সময়ের তিনদিন পর। এরপর তিনবার তালিকা প্রকাশ হলেও এখনো ভর্তি কোথাও ভর্তি হয়নি প্রায় এক লাখ শিক্ষার্থী।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকারীদের পছন্দ সমন্বয় করে প্রথম দফায় নয় লাখ ২৩ হাজার ও দ্বিতীয় দফায় ১৭ হাজার শিক্ষার্থীকে কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়। তৃতীয় দফায় আরো একলাখ ৮ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। তারপরও ৩২৮ জন জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। চতুর্থ দফায় তারা বাদ পড়লে কি করা হবে তা নিয়ে কথা বলতে রাজী হননি আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়কারী ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

তিনদফা তালিকা করার পরও মেধাবীদের স্থান না পাওয়াকে এই পদ্ধতির ত্রুটি বলে মনে করেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এখনো এক লাখ শিক্ষার্থী ভতি হতে না পারলেও রাজধানীসহ দেশের মধ্য সারির কলেজগুলোতে অনেক আসন খালি আছে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠান প্রধানরা।

ঢাকা বোর্ড সুত্রে জানা গেছে, চতুর্থ দফায় এ পর্যন্ত ৭৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। শেষ দফার এই তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই।