২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
জানা গেল বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার সময়সূচি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি-২০২৩ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

আগামী ২ ডিসেম্বর ও ৪ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সময়সূচি অনুযায়ী- ২ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় টংগিবাড়ী উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

একই দিন দুপুর আড়াইটায় সদর উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে সদর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এছাড়া ৪ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় সিরাজদিখানের রসুনিয়া উচ্চবিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে সিরাজদিখান উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সংগঠনটির তথ্যমতে, দ্বিতীয়বারের মতো আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় তিন উপজেলার ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ১ হাজার ৫৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ পেয়েছেন।

৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও তথ্য প্রযুক্তিসহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ১০ নম্বর রয়েছে। এছাড়া বৃক্ষরোপণে রয়েছে অতিরিক্ত আরও ১০ নম্বর।

মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ ও ট্যালেন্টপুল দুইটি বিভাগে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ধারাবাহিকভাবে মুন্সিগঞ্জের প্রতিটি উপজেলা নিয়ে আমাদের এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের ভাবনা রয়েছে। সে সাথে আমরা আশাকরি এ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী তাদের মেধা যাচাইয়ে আরও একধাপ এগিয়ে যাবে।

error: দুঃখিত!