নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগষ্ট শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা শহরে মুক্তিযোদ্ধা ভবনের সামনে কাঙালীভোজের আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা যুবলীগ।
এতে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, সাবেক শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল সহ প্রমুখ নেতা-কর্মীরা।
এসময় আনিসউজ্জামান আনিস বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন।