১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
জবি’তে মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র কল্যাণ পরিষদ গঠন
খবরটি শেয়ার করুন:

শেখ রাসেল: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী এক বছরের জন্য বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে চারুকলা বিভাগের বাবুল হোসাইন সোহাগ ও সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ফজলে রাব্বি লোটাসকে নির্বাচিত করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, আজ ৫ এপ্রিল,উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান,উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সদ্য সাবেক সভাপতি ও উপদেষ্টা গোলাম কবীর, উপদেষ্টা সাদ্দাম হোসাইন, সোহাগ হোসাইন এবং মাসুদুর রহমান পরিষদের সদস্যদদের নিয়ে এক আলোচনা সভায় বসেন।

উক্ত সভায় সর্বসম্মতভাবে জবি’র চারুকলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী বাবুল হোসাইন সোহাগ সভাপতি, একাউন্টিং এন্ড ইইনফরমেশন বিভাগের ১০ম ব্যাচের সশিক্ষার্থী সাধারণ সম্পাদক, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রায়হানুল হাসান,আইন বিভাগের তৌহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক গণিতের মেহেদি হাসান এবং মাইক্রোবায়োলজি বিভাগের যায়িদ হাসান দেওয়ানকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়।

error: দুঃখিত!