ফ্রান্স, মিশর ও লেবাননে জঙ্গি হামলার পর শনিবারের আসিয়ান শীর্ষ সম্মেলন সামনে রেখে মালয়েশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
‘জঙ্গি হামলার শঙ্কা’র খবরে শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে সেনা মোতায়েন করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বাকার বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, “মালয়েশিয়ায় ‘জঙ্গি হামলার খবর রয়েছে। এই মুহূর্তে আমি বলতে চাই, এখনো ওই খবরের সত্যতা যাচাই করা যায়নি।”
ফ্রান্স, মিশর ও লেবাননে জঙ্গি হামলার পর আসিয়ান সম্মেলন সামনে রেখে হামলার আশঙ্কায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জুলকিফলি মোহাম্মদ জিন বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় অন্তত দুই হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছেন; আরও আড়াই হাজার সেনা সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) সপ্তাহব্যাপী সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও যোগ দেবেন।
আঞ্চলিক এই জোটের ঘনিষ্ট অংশীদার আরও সাতটি দেশের- অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার- নেতারাও শনিবার শুরু হতে যাওয়া এই সম্মেলনে অংশ নেবেন।