মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৭ বছরের একটি ছেলে পাওয়া গেছে। সে তার বাবা ও মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছে না।
মুন্সিগঞ্জ সদর থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, ছেলেটির নাম রিহাব (৭) তার পিতা রানা, মাতা রুবী, দাদা আমির হোসেন। ছেলেটিকে বর্তমানে মুন্সিগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে। যদি ছেলেটিকে কেউ চিনে থাকেন বা তার স্বজনরা মুন্সিগঞ্জ সদর থানায় অথবা সমাজসেবা প্রবেশন কর্মকর্তা কাওছার হোসেনের সাথে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৭২৪২৩৪৬৭১