৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:২৪
ছাত্রলীগ মানেই অপকর্ম করে এমনটা ভাবা অন্যায় : সৈয়দ আশরাফ
খবরটি শেয়ার করুন:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ মানেই হল দখল, টেন্ডারবাজি, দুনীর্তিসহ সকল অপকর্ম করে এমনটা ভাবা অন্যায়। তিনি বলেন, তথাকথিত সুশিল সমাজ ও বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। কারণ তথাকথিত সুশিল সমাজ মনে করে ছাত্রলীগ করা মানেই দখল, টেন্ডারবাজি, দুনীর্তিসহ সকল অপকর্ম করা। সৈয়দ আশরাফ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসস’র।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য র আ ম উবাদুর মোক্তাদির চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম প্রমুখ। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমাদের রাজনীতি শুরু ছাত্রলীগের রাজনীতির খাতায় নাম লেখানোর মধ্য দিয়ে। সেই কারণেই আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগ থেকে রাজনীতির প্রশিক্ষণ হয়। নতুন নতুন জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়। আমরা অনেকেই ছাত্রলীগকে নিয়ে টিটকারি করি। তারা অল্প বয়সী। তারা ভুল করতেই পারে।

তিনি বলেন, সারা দেশের মানুষ অত্যন্ত সম্মানের সঙ্গে আওয়ামী লীগ গৃহীত জাতীয় শোকের মাসের কর্মসূচি পালন করছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কোনও দিন স্বাধীন হতো না। অনেকই বলেন ‘কেন হত না’, আমি বলবো, স্বাধীনতার পর এখন পর্যন্ত বঙ্গবন্ধুর মত নেতার জন্ম হয়নি।

সৈয়দ আশরাফ বলেন, আপনারা রাজনীতিতে ষড়যন্ত্রসহ প্রত্যেকটা ঘটনা থেকে উপলব্ধি করতে পারবেন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই আজকে এই অবস্থায় এসেছে। ভাগ্যের কারণে শেখ হাসিনা ও শেখ রেহানা জীবিত আছেন।

error: দুঃখিত!