২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:২৬
চিত্রনায়িকা জয়াকে সাকিবের ফোন!
খবরটি শেয়ার করুন:

একজন হালের জনপ্রিয় চিত্রনায়িকা। এপার-ওপার বাংলায় যার দুর্বার বিচরণ। আরেকজন দেশসেরা ক্রিকেটার; বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বলা হচ্ছে চিত্রনায়িকা জয়া আহসান ও সাকিব আল হাসানের কথা।

চিত্রনায়িকা জয়া আহসানকে ফোন করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। ফোনে শুধু কুশল বিনিময়ই নয়, শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-দুই’ ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব।

শনিবার বিকেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনের এক ফাঁকে জয়া আহসানের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। কলকাতা থেকে শনিবার এমনটাই জানিয়েছেন জয়া আহসান।

এ প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘আমি সাকিব আল হাসানের অন্ধভক্ত। তার মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার আমাকে ফোন দিয়েছেন, এটি আমার জন্য অনেক বড় ব্যাপার। সাকিবের সঙ্গে এর আগে বিভিন্ন অনুষ্ঠান এবং ফটোসেশনে দেখা হয়েছে। তাকে বরাবরই বেশ বিনয়ী আর ভদ্র মনে হয়েছে।’

এছাড়াও জয়া আহসান জানান, ফেসবুক আর ইউটিউবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবির আলোকচিত্র আর ট্রেলার দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন সাকিব। আর এই ছবির গল্পে রয়েছে বাংলাদেশের ক্রিকেট।যা কিনা খুবই ভালো লেগেছে বাঁ-হাতি এই অলরাউন্ডার।

জানিয়ে রাখা ভাল, দেশব্যাপী প্রেক্ষাগৃহে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-দুই’ ছবিটি মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল। ছবিটি পরিচালনা করেছেন সাফিউদ্দিন সাফি। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, সাদেক বাচ্চু, শহীদুল আলম সাচ্চু, শিরিন বকুল, বীর জাদা, গুলশান আরা, ফারদিন মাহিসহ অনেকে। আরও দেখা যাবে আসিফ আকবর, ক্রিকেটার হাবিবুল বাশার সুমন এবং জ ই মামুনকে।

error: দুঃখিত!