চলচ্চিত্রের দিন জ্বলতে জ্বলতেও যেন ঠিক জ্বলে উঠতে পারছে না। ঈদে মাত্র চারটি চলচ্চিত্র মুক্তিই তার প্রমাণ। হ্যাঁ, আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত হয়েছে চারটি চলচ্চিত্র। সেগুলো হলো- শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ, এস এ হক অলিক পরিচালিত আরো ভালোবাসবো তোমায়, তন্ময় তানসেন পদ্ম পাতার জল এবং জাজ মাল্টিমিডিয়ার অগ্নি-২। চারটি ছবির মধ্যে দু’টি ছবিতে আছেন হালের ব্যস্ত চিত্রনায়ক শাকিব খান। আর তার বিপরীতে এবারো দেখা যাবে অপু বিশ্বাসকে। কয়েক বছরের ধরে এমনই ধারাবাহিকতা চলছে। তবে জুটি হিসেবে দর্শক জনপ্রিয় ও ব্যবসায় সফল তারা। শাহিন সুমন পরিচালিত লাভ ম্যারেজ ছবিটিতেই জুটি হিসেবে থাকছেন শাকিব খান ও অপু বিশ্বাস।
শাকিব খানের দ্বিতীয় ছবিটিতে তার বিপরীতে থাকছেন পরীমনি। আরো ভালোবাসবো তোমায় শিরোনামে এই ছবিটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। ছবিটির মাধ্যমে দীর্ঘ দিন পর আবারো চলচ্চিত্র নির্মাণ করলেন তিনি। ঈদের ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, চলচ্চিত্রের দিন ফিরবে বলে আমরা আশা করছি। সেই চেষ্টার ধারাবাহিকতায় এবারের ঈদে আমার অভিনীত দু’টি ছবি মুক্তি পাচ্ছে। এই ঈদের মাধ্যমেই চলচ্চিত্রের দিন ফিরতে শুরু করবে বলে আমি বিশ্বাস করছি।
এবার ঈদের ভিন্নধর্মী চলচ্চিত্র হিসেবে মুক্তি পাচ্ছে পদ্ম পাতার জল। তন্ময় তানসেন পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ইমন ও বিদ্যা সিনহা মীম। নির্ভরযোগ্য কাস্টিং ছাড়া ঈদে চলচ্চিত্র মুক্তি থেকে বিরত থাকেন অনেকে। ঈদের পরেই হল বুকিং চলে অনেক ছবির। পদ্ম পাতার জল ছবির নায়ক ইমন বড়পর্দায় অনেক দিন। তবে এখনো তার অবস্থান নড়বড়ে। তাই এবারে ব্যবসায়ের দৌড়ে এই চলচ্চিত্রটি নিয়ে আয়ের হিসাবটার জন্য অপেক্ষা করতে হবে মুক্তির কয়েক দিন পর পর্যন্ত। তবে প্রত্যাশার বিষয়টি চলচ্চিত্রের প্রচারণা। কিছু দিন আগেই ছবিটি উপলক্ষে এক পার্টিতে যোগ দেন দেশের জনপ্রিয় মুখগুলো। যেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর। তাই এই ছবিটি নিয়ে পরিচালক-প্রযোজক প্রত্যাশা করছেন অনেক কিছুই। তবে ঈদের বাজারই হোক কিংবা অন্য সময়, ইমনকে নিয়ে বাজি ধরাটা বড় ধরনের রিস্ক এখনো।
এবারের ঈদের অন্যতম আকর্ষণ অগ্নি-২। নায়িকানির্ভর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই ছিল না। শাবনুর, পূর্ণিমা ও মৌসুমীর সময়ের পর দর্শক নায়িকা দেখে হলে যান গুটিকয়েক মাত্র। কিন্তু চলচ্চিত্রের এই সময়ে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহী আসার পর সেই সঙ্কটটা অনেকটা পূরণ হয়েছে। যদিও জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব হলগুলোয়ই মুক্তি পায় ছবিগুলো। তবে জনপ্রিয়তা নিয়ে কোনো বিতর্ক নেই। অগ্নি ছবির সাফল্যের পর সিকুয়াল নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ওপার বাংলার ওম ও আশীষ বিদ্যার্থী অভিনয় করেছেন ছবিতে।