মুন্সিগঞ্জ ২৯ সেপ্টেম্বর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘চাপাবাজি রাখেন ভাই, পিচ ঢালাই রাস্তা চাই’, ‘গর্ব করার মুখ নাই, পিচ ঢালাই রাস্তা চাই’, ‘দীর্ঘ ভাষণের দরকার নাই, পিচ ঢালাই রাস্তা চাই’ সহ বিভিন্ন তীর্যক বাক্যে লেখা প্লেকার্ড নিয়ে রবিবার সকাল ১০ টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কয়কিত্তন বাসষ্ট্যান্ডে জড়ো হয় বিভিন্ন বয়সের প্রায় ৫ শতাধিক লোক।
এসময় তারা প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা পিচ ঢালাইয়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
পরে মানবন্ধনকারীরা বিক্ষোভ সমাবেশ করে রাস্তা অবরোধের চেষ্টা করলে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিবৃত্ত করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, শ্রীনগর উপজেলার কয়কিত্তন-সেলামতি-মত্তগ্রাম-প্রাণীমন্ডল গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য মরহুম রাজ্জাক মোল্লা সড়কটিতে প্রায় ১০ বছর আগে ইট বিছানো হয়। রাস্তাটি বহুদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার রাস্তা পায়ে হেটে প্রতিদিন কয়েক হাজার মানুষ উপজেলা, জেলা ও ঢাকা শহরের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। কোন মূমূর্ষ রোগী ও প্রসূতিদেরকে বাহনের একমাত্র মাধ্যম খাটিয়া। রাস্তাটি পিচ ঢালাইয়ের আদেশ হলেও অজ্ঞাত কারনে তা আটকে আছে।
মানববন্ধনকারীরা দ্রুত পিচ ঢালাইয়ের কাজ শুরু করার আবেদন জানান।
আগামী ১ মাসের মধ্যে তাদের দাবী বাস্তবায়িত না হলে তারা বৃহৎ কর্মসূচী ঘোষণা করবেন বলে আল্টিমেটাম দেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সদস্য আঃ রউফ, উপজেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি জনি শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খবির শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোল্লা, আঃ হাকিম মেম্বার, নুর আলম মিঠু, শাহজাহান, কাউসার আহমেদ, সুমন মোল্লা, মোঃ আজিম, শাহবুদ্দিন মিয়া, মোঃ সোহাগ, আবুল হাশেম, দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।