নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ারে মো. মিজানুর রহমান(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার বসত বাড়ি থেকে ২৪ পিস ইয়াবসহ তাকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিজানুরকে তার বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।