মুন্সিগঞ্জ, ২৬ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদীর ঢেউয়ের চাপে মুন্সিগঞ্জের শিমুলিয়া ২নং ফেরিঘাটের পল্টুন ভেঙ্গে গেছে।
আজ বুধবার (২৬ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে ৷
এদিকে ঝড়ের কারনে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, নদীর প্রবল ঢেওয়ের কারনে সকাল ১১টার দিকে ঘাটের ২নং পল্টুনটি ভেঙ্গে দুইভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাঙ্গা অংশগুলো ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছে।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (ব্যানিজ্য) শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় আজ ভোর সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে সকল ধরনের নৌযান চলাচলও বন্ধ রয়েছে।