মুন্সিগঞ্জ, ৩১ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সারাদেশে চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামীকাল থেকে গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেয়ার ঘোষণায় দক্ষিণবঙ্গের যাত্রীদের ঢল নেমেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে।
আজ শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই নানা দুর্ভোগ মাথায় নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় ঢুকছেন কয়েক হাজার যাত্রী। এদের বেশিরভাগই শ্রমিক।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে ছোট-বড় মিলিয়ে নয়টি ফেরি সচল রয়েছে। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী যাত্রীর সংখ্যা কম। ঘাটে যানবাহনের উপস্থিতিও নেই। গাড়ির চাপ না থাকায় জরুরি প্রয়োজনে যেসব গাড়ি পারাপারের জন্য আসছে, তাদের অপেক্ষা করতে হচ্ছে না।