জেলার একটি ভাড়াগাড়ির গ্যারেজে আগুন লেগে তিনটি মাইক্রোবাসসহ আশপাশের চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
শনিবার গভীর রাতে জেলার সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তা এলাকার প্রান্ত রেন্ট-এ কার গ্যারেজে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যারেজের মালিক সালাউদ্দিন অভিযোগ করে বলেন, শত্রুতাবশত কেউ তার গ্যারেজে আগুন লাগিয়েছে।
তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী বলেন, লেপ তোশকের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনটি তদন্ত করে দেখা হচ্ছে।