৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:২৯
গজারিয়ায় ১৮ মণ জাটকা জব্দ; এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ
খবরটি শেয়ার করুন:

গজারিয়ায় এমভি কর্ণফুলী নামে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১৮ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ জাটকা জব্দ করা হয়।

গজারিয়া কোস্টগার্ডের পেটি অফিসার আশরাফুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতি মেঘনার মোহনায় লঞ্চের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৮ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ জাটকা এলাকার বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

error: দুঃখিত!