মুন্সিগঞ্জ ২০ অক্টোবর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির দুইশত গাছের চারা রোপন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ভবেরচর এলাকায় অবস্থিত কলিমউল্লাহ্ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে শেখ রাসেল এর ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মাধ্যেমে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মৃনাল কান্তি দাস কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ২শ’ গাছের চারা রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খাঁন (তোতা), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জমান জামান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ফরিদা ইয়াছমিন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, ভবেরচর ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি (সাবেক) মনিরুল হক মিঠু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক সুজন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল আমিন (জনি), সহ সভাপতি মো: শাকিল আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক মো: ইমরান সরকার ইমু ও স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগের নেতাকর্মীরাসহ অত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমূখ।