নিজস্ব প্রতিবেদকঃ গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী গ্রামে চরমোনাই পীর সাহেবের শুভাগমন উপলক্ষ্যে গজারিয়া থানা মুজাহিদ কমিটির উদ্দ্যেগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল এর অায়োজন করা হয়েছে।
হোসেন্দী হাই স্কুল (কবরস্থান সংলগ্ন) খেলার মাঠ প্রাজ্ঞনে শুক্রবার বিকাল ৩ ঘটিকা হতে শুরু হয়ে রাত ১০:৩০ মিনিটে মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরুল মুজাহিদীন পীরে কামিল, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
সভাপতিত্ব করেন, জনাব মোঃ মনিরুল হক (মিঠু) চেয়ারম্যান, হোসেন্দী ইউনিয়ন পরিষদ। মাহফিল উপলক্ষ্যে সকাল হতেই বিভিন্ন এলাকা হতে নদীপথে ও স্থলপথে দলে দলে ভক্ত, আশেকান ও মুরীদগণসহ প্রায় কয়েকহাজার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলের সার্বিক সহযোগীতায়, হোসেন্দী ইউনিয়ন মুজাহিদ কমিটি ও ইউনিয়নের সর্বস্থরের জনগন অংশগ্রহণ করেন।