২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:০৮
গজারিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

মঙ্গলবার (৩০ জুলােই) বিকেল ৩টায় গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর গ্রামে নিজস্ব অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস।

ইসমানিরচর জেলেপাড়া সহ বেশ কিছু এলাকার ৩শ পরিবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নানা সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নাকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক মজনু, সাবেক চেয়ারম্যান মমিনুল হক মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

error: দুঃখিত!