নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে গজারিয়া উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় ভাটেরচরের এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভা হয় ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: কামরুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক মো: সোলাইমান হোসেন, সহ-সভাপতি মহসিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম শাহীনসহ ছাত্রলীগের বর্তমান ও প্রাক্তন নেতাকর্মীরা।
সভায় নেতাকর্মীরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কালো ব্যাজ ধারণ, কাঙ্গালীভোজ,ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজনসহ নানা কর্মসূচী ঘোষণা করেন।