মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ আহত হয়েছে ৪ জন।
প্রত্যক্ষদর্শী ও আহতের সাথে কথা বলে জানা যায়,জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন ২৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে জামলদী গ্রামের আলি মিয়া মুন্সী গংদের সাথে মোঃ শহিদুল্লাহ গংদের মামলা চলছিল।গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসা করতে কয়েক বার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ চেষ্টা করলেও বিষয়টি অমীমাংসিত থাকে।দীর্ঘদিন মামলার চলার পর বিচারিক আদালত আলি মিয়া মুন্সী গংদের পক্ষে রায় দেন।এতে ক্ষুদ্ধ হয় অন্যপক্ষ।তারা জোর করে উক্ত স্থানে স্থাপনা নির্মাণ করতে চাইলে আলী মিয়া গং উক্ত স্থানে স্থাপনা নির্মাণ বন্ধে আদালতের শরণাপন্ন হলে আদালত উক্ত সাথে স্থাপনা নির্মাণের উপর স্থগিতাদেশ দেন।তবে আদালতের আদেশ অমান্য করে শহিদুল্লাহ গং স্থাপনা নির্মাণ করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়।এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়।আহতরা হলেন,অলি মিয়া মুন্সী (৫৫),দেলোয়ার(৩৮),রহিমা বেগম(৪০),রাজীব(৩৫)।আহতদের মধ্যে রহিমা বেগম ও দেলোয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান,বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।