২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৩৯
গজারিয়ার হোসেন্দী ইউপির উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৪ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবু তালেব পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

এর আগে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন ৬ প্রার্থী। যাচাই বাচাই শেষে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

১২ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে অবশিষ্ট পাঁচ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে মনিরুল হক মিঠু আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাকী প্রার্থীদের মধ্যে হাজী আক্তার হোসেন-মোটর সাইকেল, মমিন আলী-আনারস, কামাল সরকার-ঘোড়া, রাশেল মিয়া-চশমা প্রতীক পেয়ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবু তালেব জানান, প্রতীক পাবার পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে আগামী ২৮ ডিসেম্বর মধ্য রাত থেকে শেষ হবে সকল প্রচার প্রচারণা।

সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, উপ-নির্বাচনে ত্রিমুখি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল মিঠু, স্বতন্ত্র প্রার্থী হাজী আক্তার হোসেন ও ইউনিয়নটির সদ্য প্রয়াত চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর চাচাতো ভাই মমিন আলীর সাথে ।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইউনিয়নটির চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।

error: দুঃখিত!