উপজেলার সীমানাধীন মেঘনা নদীতে একটি লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মন জাটকা জব্দ করেছে গজারিয়া কোস্ট গার্ড। শনিবার সকালে এগুলো জব্দ করা হয়।
গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি, পেটি অফিসার হেলাল উদ্দিন এবং আমাদের নিয়মিত ফোর্সসহ আজ সকাল সাড়ে ১০টার দিকে মেঘনা নদীর বকচর এলাকায় গোসের হাট থেকে ঢাকাগামী এমভি রাসেল-১ নামে লঞ্চটিতে তল্লাশি চালিয়ে ১৭টি ঝুড়িতে থাকা প্রায় ৩০ মন জাটকা জব্দ করি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পরে উদ্ধারকৃত জাটকা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি আক্কাস আলী মোল্লার উপস্থিতে বিভিন্ন মাদ্রাসা ও গরীব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে।