২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:০৭
গজারিয়ায় অানন্দমুখর পরিবেশে ‘বই উৎসব’ পালন
খবরটি শেয়ার করুন:

সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক,প্রাথমিক বিদ্যালয় ,মাদ্রাসা ও কিন্ডার গার্টেন স্কুলে আজ ১ জানুয়ারী বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনুষ্টানিকতার মধ্য দিয়ে বই বিতরন উৎসব পালিত হয়েছে।

গজারিয়ায় ২০টি মাধ্যমিক, ৬টি মাদ্রাসা, ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৭ কিন্ডার গার্টেন ও ৩টি এনজিও স্কুলে একযোগে সকাল ১০ থেকে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

আজ সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকলেও শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

বিনামুল্য বই পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছে অভিভাবকরা আর বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত।

নতুন বছরে নতুন ক্লাসের নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আনন্দ ও উল্লাসে মেতে ওঠে ।

error: দুঃখিত!