২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৪৫
ক্ষমতার হাত বদলায়, রামপালের শাখারীবাজারের রাস্তার চেহারা বদলায়না
খবরটি শেয়ার করুন:

শিহাব আহমেদঃ দেখে বোঝার উপায় নেই এখানে একসময় পিচ ঢালাই দেয়া রাস্তা ছিলো। গাড়ি তো পড়ের কথা মানুষ চলতেও হিমশিম খায় এই রাস্তা দিয়ে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যে এত বাজে রাস্তা আছে কি না তা নিয়ে সন্দিহান এলাকাবাসী।

যে রাস্তাটির কথা বলা হচ্ছে সেটি মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাখারীবাজার গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া মাত্র আড়াই কিলোমিটারের একটি রাস্তা। সর্বশেষ ২০০২ সালে এই রাস্তাটি সংস্কার করা হয়েছে। এরপর যতবারই জনপ্রতিনিধিরা এলাকায় এসেছেন ততবারই প্রতিশ্রুতি দিয়ে গেছেন রাস্তাটি ঠিক করার। ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবেও ব্যবহৃত হয়েছে ছোট এই রাস্তাটি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সর্বশেষ ২০১৬ সালে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন রাস্তাটি সংস্কারের। তার আগে যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনিও ২০১১ সালে তার নির্বাচনের আগে এই এলাকায় এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন রাস্তা ঠিক করে দেয়ার। কিন্তু ক্ষমতার হাত বদলেছে বহুবার রাস্তার চেহারা আর বদলায়নি।

এ নিয়ে ‘আমার বিক্রমপুর’ এর কাছে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তবে কেউ কেউ নিজেদেরও দায়ী করেছেন।

স্থানীয় একজন ব্যবসায়ী বলছেন, ‘রাস্তা কেটে অনেকেই তাদের বাসায় গ্যাসের লাইন নিয়েছে কিন্তু রাস্তা ঠিক করে রাখেননি পড়ে। এজন্য রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে।’

স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছেন, ‘আমি এই রাস্তাটির বেহাল দশা সম্পর্কে অবগত আছি। আমার দ্বিতীয় মেয়াদের শুরুতেই এই রাস্তাকে পুরোপুরিভাবে যান চলাচলের উপযোগী করতে সংস্কার না করে নতুনভাবে করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র দিয়েছি। সেই মোতাবেক ইতিমধ্যে রাস্তার কাজের জন্য সরকারি বরাদ্দও হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান’

error: দুঃখিত!