২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:১০
উপজেলা নির্বাচন: শ্রীনগরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা কে কত ভোট পেলো দেখে নিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখানে ভোট দিয়েছেন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মসিউর রহমান মামুন পেয়েছেন ৯৫ ভোট। আরেক হেভিওয়েট আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন পেয়েছেন ৬৬ ভোট।চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন পেয়েছেন ৯৩ ভোট এবং সবজল কাজি পেয়েছেন ৫ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জিঠু মোড়ল পেয়েছেন ৯২ ভোট এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা নিশাত সিকদার পেয়েছেন ৮৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার পেয়েছেন ১৪৭ ভোট, রানু আক্তার পেয়েছেন ৪৭ ভোট এবং আখি আক্তার দলীয় নেতাকর্মীদের কাছে পেয়েছেন ১০ ভোট।

দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটে এগিয়ে থাকা ৩ জনের নাম কেন্দ্রে পাঠাবে জেলা আওয়ামী লীগ। এরপর চূড়ান্ত প্রার্থী ঘোষনা করে চিঠি দেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আগামী ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করার কথা রয়েছে। আর মার্চের যে কোন সময়ে হতে পারে শ্রীনগর উপজেলার নির্বাচন।

এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত না পাল্টালে উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

error: দুঃখিত!