নিজস্ব প্রতিবেদক: ক্রাউন সিমেন্টের অামন্ত্রনে মুন্সিগঞ্জের তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষন দিতে অাগামীকাল সকাল ৯টায় মুন্সিগঞ্জে অাসার কথা রয়েছে জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের।
ক্রাউন সিমেন্ট কতৃপক্ষ অাজ বিকেলে অামার বিক্রমপুর কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষন দিতে তিনি মুন্সিগঞ্জে অাসছেন। অাগামীকাল ২৫নভেম্বর বুধবার সকাল ৯টায় মুন্সিগঞ্জ জেলা শহরের ষ্টেডিয়ামে তিনি উপস্থিত থাকবেন।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, পুলিশ প্রধান বিপ্লব বিজয় তালুকদার ও উপজেলা চেয়ারম্যান অানিসুজ্জামান অানিস এর উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।