কেন্দ্রের আহবানে মুন্সিগঞ্জে পালিত হলো ‘শহীদি মার্চ’ কর্মসূচি
মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে মুন্সিগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের সুপারমার্কেট এলাকা থেকে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কয়েকজন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও পৃথকভাবে পালিত হয় ‘শহীদি মার্চ’ কর্মসূচি।
15
মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে মুন্সিগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের সুপারমার্কেট এলাকা থেকে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কয়েকজন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও পৃথকভাবে পালিত হয় ‘শহীদি মার্চ’ কর্মসূচি।


