মুন্সিগঞ্জ, ২৮ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও তার সহধর্মীনি সহ অন্যান্য নেতৃবৃন্দের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগ মুক্তি কামনায় মুন্সিগঞ্জে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে সদর উপজেলার রামপাল ইউনিয়নের শেখ আমানুল্লাহ স্মৃতি সংসদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মনিরুজ্জামান শরিফ, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাচ্চু শেখ, জাতীয় শ্রমিক লীগ, শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রলীগ এর সহ- সভাপতি আই এইচ শান্তুনূর, রামপাল ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আঃ ছামাদ, সাধারণ সম্পাদক শেখ লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন মন্ডল প্রমুখ।