১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৭:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
কাল মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা; আসবেন সমন্বয়ক সারজিস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ জেলায় আগমনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর।

কাল দুপুর ৩ টায় জেলা শহরে অবস্থিত সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা’য় কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

আজ শনিবার রাতে ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে একটি পোষ্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোষ্টে তিনি বলেছেন, ‘আগামীকাল থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। যেখানে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। ঢাকা বিভাগীয় সফরের প্রথম জেলা হিসেবে আগামীকাল মুন্সিগঞ্জে সেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।’

error: দুঃখিত!