৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
কাল থেকে মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে আজ রাত ১২টায়। এরপরই অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। সাথে অভিযান চলবে মাদকের বিরুদ্ধেও। আইনের আওতায় আনা হবে মাদকের গডফাদারদেরও। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত একটি আদেশ জারি হয়েছে।

সেখানে বলা হয়েছে- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে স্থগিতকৃত লাইসেন্সের অনুকূলে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমাদানের নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আগামীকাল (৪ সেপ্টেম্বর) তারিখ হতে যৌথ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ অস্ত্র সংরক্ষণকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!