মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২০, সাকিব আহম্মেদ বাপ্পি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ গ্রামের হাটলক্ষীগঞ্জ মহিলা সমিতির নারী নেত্রী কমলা বেগমের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫ টায় হাটলক্ষীগঞ্জ তার নিজ বাসভবনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৫ আটা, ১ডাল।
এ সময় নারী নেত্রী কমলা বেগম বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচার প্রচারণার পাশাপাশি করোনা সংক্রমণ মোকাবেলায় হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুক সম্ভব সহযোগিতা চালিয়ে যাব।