১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
করোনা: টংগিবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে ১১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল, ২০২০, সাকিব আহম্মেদ বাপ্পি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন শেখের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ১১০০ পরিবারের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে টংগিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫কেজি চাল, ১কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি পিয়াজ,১ কেজি লবন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সোনারং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন। ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও নারী নেত্রী লিজা আক্তার। সমাজসেবক লুৎফর রহমান হৃদয়।

এ সময় মোঃ লিটন শেখের ছেলে লুৎফর রহমান হৃদয় বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় যাদের কাজ বন্ধ সে সকল অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান  অব্যাহত থাকবে।

error: দুঃখিত!