২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৩৫
করোনা: মুন্সিগঞ্জে ‘হোম কোয়ারেন্টিন’-এ ৪৪০ বিদেশ ফেরত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনকে ‘হোম কোয়ারেন্টিন’-এ রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলাজুড়ে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৪১৪ জন বিদেশ ফেরত প্রবাসী।

পাশাপাশি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষে শরীরে করোনার কোনো লক্ষণ না থাকায় ইতোমধ্যেই ৮৫ জনকে মৌখিকভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রবিবার (২২ মার্চ) পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা রোগীর সংখ্যা ছিল ৩৭৮ জন। তাদের প্রত্যেককে ১৪ দিন পর্যন্ত নিজ নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে সদর উপজেলায় ৬০ জন, গজারিয়া উপজেলায় ৪০ জন, টংগিবাড়ী উপজেলায় ১০২ জন, সিরাজদিখান উপজেলায় ৯৩ জন, শ্রীনগর উপজেলায় ৩৪ জন এবং লৌহজং উপজেলায় ৩১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। পাশাপাশি জেলা স্বাস্থ্য কর্মকর্তারা নিয়মিত তাদের পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন।

error: দুঃখিত!