৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৪:৫৮
করোনা: মুন্সিগঞ্জে সামাজিক দুরত্ব তৈরিতে ছুটে চলা এক কর্মকর্তা ফারুক আহম্মেদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

শহরের পাড়া মহল্লা কিং বা গ্রামের অজ পাড়া গায়ে করোনা সংক্রমন এড়াতে সব খানে ছুটে চলা এক সরকারি কর্মকর্তা সদর উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহম্মেদ।

তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরুত্ব তৈরিতে ছুটে চলছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিস্তৃন্ন জনপদে।

কখনো দরিদ্রদের মাঝে খাবার সামগ্রী নিয়ে হয়ে যান হাজির আবার কখনো দোকান কিংবা পাড়া মহল্লার অড্ডাস্থলে সমাজিক দুরুত্ব নিশ্চিত করতে চলে তার অভিযান।  এতে সাধারন মানুষের মনও জয় করে নিয়েছেন সরকারি এই কর্মকতা।

চরাঞ্চলের বাংলাবাজারের এক দোকানী খোকন জানান, করোনা সংক্রমান এড়াতে বাংলাবাজারের মানুষ ততটা সচেতন ছিলোনা কি্ন্তু উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহম্মেদ এর সচেতনতামূলক পরামর্শে বাংলাবাজারের সাধারণ মানুষদের করোনা ভাইরাসের ক্ষতিকর দিক গুলো বুঝতে পেরে অযথা অডডা দেয়া বন্ধ করেছে। এতে আমাদের এখান কার মানুষ অনেক উপকৃত হয়েছে।

শহরের বিভিন্ন স্থানের ও মুন্সীরহাট চরডুমুরিয়া, চিতলীয়াসহ একাধিক স্থানের বাসিন্দারা জানান, করোনা প্রার্দূভাব মোকাবেলায় শহরের রাস্তাঘাট দোকান পাট বন্ধ থাকলেও পাড়া মহল্লা বা গ্রামের অজপাড়া গায়ে এর প্রভাব পরেনি। দোকান পাট, যানবাহন ও হাটবাজারে মানুষের অবাধে চলাচল ছিলো বিস্তর যা এখন কমেছে ইউএনও সাহেবের কঠোর পদক্ষেপে। এতে আমরা যেমন সচেতন হলাম তেমন করে সমাজের ব্যাপাক উপকার হয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, গ্রামের মানুষ খুব একটা সচেতন নয় ফলে মানু্ষকে বারবার বুঝাতে হচ্ছে যাতে আড্ডা কমাতে পরি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দোকান পাট ছাড়া অন্যান দোকাট পাট বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা সংক্রমন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সামাজিক দুরুত্ব তৈরি কার্যক্রম অব্যহত থাকবে।

error: দুঃখিত!