১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:৫২
করোনা: মুন্সিগঞ্জে পঙ্গু সবজি বিক্রেতাকে দেখে এগিয়ে এলো সেনাবাহিনী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল, ২০২০, সোহেল টিটু (আমার বিক্রমপুর)

মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ রোধে, জনসমাগম আর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সেনাবাহিনীর টহল অভিযান চলছিলো।

এর মধ্যে একজন পঙ্গু সবজি বিক্রেতার দিকে চোখ পড়ে এক সেনা সদস্যের। এরপর অনেকটা দূরত্বে রাখা গাড়ি থেকে কাঁধে বয়ে খাদ্য সামগ্রী এনে ঐ ব্যক্তিকে পৌছে দেয় সেনাবাহিনীর এক সদস্য।

বুধবার (৮ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে টহল অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

এসময় বাজারের প্রতিটি গলি ঘুরে ঘুরে ব্যবসায়ী ও জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

পাশাপাশি জনসমাগম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়।