১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:১৯
করোনা: মুন্সিগঞ্জে নতুন ২৭, সর্বমোট ৩৩১, সুস্থ ৩৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ২৭ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৩৩১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (১৪ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- বৃহস্পতিবার, ১৪ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৩৭
গজারিয়া৩৪
টংগিবাড়ী২৬
লৌহজং৩৭
সিরাজদিখান৫৪১২
শ্রীনগর৪১
সর্বমোট- ৩৩১সর্বমোট-১২সর্বমোট- ৩৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১৪ মে) ২০৫৯ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬৮৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩৩১, মৃত ১২, সুস্থ ৩৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৭৫ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!