করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ১৬ জন সহ মোট ৫৭১
মুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে আজ আরও ১৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৫৭১ জন। মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (২৫ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- সোমবার, ২৫ মে এপ্রিল, ২০২০ইং উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থমুন্সিগঞ্জ সদর২৭০১০৫৬+গজারিয়া৭৪-১২+টংগিবাড়ী৪৪৩৬+লৌহজং৫০২৪+সিরাজদিখান৭৮-৩০+শ্রীনগর৫৬১৩৭+ সর্বমোট- ৫৭১সর্বমোট-১৭সর্বমোট- ১৬৩+সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।
6
মুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ১৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৫৭১ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (২৫ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- সোমবার, ২৫ মে এপ্রিল, ২০২০ইং
| উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
| মুন্সিগঞ্জ সদর | ২৭০ | ১০ | ৫৬+ |
| গজারিয়া | ৭৪ | – | ১২+ |
| টংগিবাড়ী | ৪৪ | ৩ | ৬+ |
| লৌহজং | ৫০ | ২ | ৪+ |
| সিরাজদিখান | ৭৮ | – | ৩০+ |
| শ্রীনগর | ৫৬ | ১ | ৩৭+ |
| সর্বমোট- ৫৭১ | সর্বমোট-১৭ | সর্বমোট- ১৬৩+ |
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।


