১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৯:০১
Search
Close this search box.
Search
Close this search box.
করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ১৬ জন সহ মোট ৫৭১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ১৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৫৭১ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (২৫ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- সোমবার, ২৫ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর২৭০১০৫৬+
গজারিয়া৭৪১২+
টংগিবাড়ী৪৪৬+
লৌহজং৫০৪+
সিরাজদিখান৭৮৩০+
শ্রীনগর৫৬৩৭+
 সর্বমোট- ৫৭১সর্বমোট-১৭সর্বমোট- ১৬৩+
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!