করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৪০ জন সহ মোট ৭০৩
মুন্সিগঞ্জ, ৩০ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে আজ আরও ৪০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭০৩ জন। মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৩০ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শনিবার, ৩০ মে এপ্রিল, ২০২০ইং উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থমুন্সিগঞ্জ সদর৩৫০১৩৭২গজারিয়া৭৮-১৫টংগিবাড়ী৪৩৩১৬লৌহজং৬৮২১০সিরাজদিখান৯৯-৪৬শ্রীনগর৬৩১৩৯ সর্বমোট- ৭০৩সর্বমোট-১৯সর্বমোট- ১৯৮সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩০ মে) ৪১৫৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৮৯৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৭০৩, মৃত ১৯, সুস্থ ১৯৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৬০ জনের।...
19
মুন্সিগঞ্জ, ৩০ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ৪০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭০৩ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৩০ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- শনিবার, ৩০ মে এপ্রিল, ২০২০ইং
| উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
| মুন্সিগঞ্জ সদর | ৩৫০ | ১৩ | ৭২ |
| গজারিয়া | ৭৮ | – | ১৫ |
| টংগিবাড়ী | ৪৩ | ৩ | ১৬ |
| লৌহজং | ৬৮ | ২ | ১০ |
| সিরাজদিখান | ৯৯ | – | ৪৬ |
| শ্রীনগর | ৬৩ | ১ | ৩৯ |
| সর্বমোট- ৭০৩ | সর্বমোট-১৯ | সর্বমোট- ১৯৮ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩০ মে) ৪১৫৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৮৯৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৭০৩, মৃত ১৯, সুস্থ ১৯৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৬০ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।


