১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি: মুন্সিগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল শিক্ষার্থীদের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কয়েক শতাধিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ৩-৪ শতাধিক শিক্ষার্থী লাঠি-জাতীয় পতাকাসহ মিছিল নিয়ে মহাসড়কে উঠে পড়েন। এসময় তারা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। ১৫-২০ মিনিট অবস্থানের পর মহাসড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা চলে যাওয়ার পর পেছন থেকে তাদের ধাওয়া দেয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। এসময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘আন্দোলনকারীরা অল্প কিছুক্ষণ মহাসড়কে ছিলেন। তবে তারা কোন বিশৃঙ্খলা করেনি। নিজেদের মত করে বিক্ষোভ করে চলে গেছেন। ককটেলের বিস্ফোরণের খবর পাইনি।’

error: দুঃখিত!