৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৫৬
কবি অরুণ সেন আর নেই
খবরটি শেয়ার করুন:

কবি অরুণ সেন আর নেই। শনিবার সকাল নয়টায় তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

কবি অরুণ সেন ১৯৫৮ সালের ৩০ জুলাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা প্রকাশ ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। অরুণ সেন প্রয়াত অজিত কুমার সেন এবং নিয়তি রানী সেনের প্রথম ছেলে।

তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে শঙ্কায় নিনাদে শঙ্খ, বাইরে রেখে পা, শেষ বিকেলের কড়ানাড়া, রুদ্র গেছে রোদের বাড়ি, বুকে তার মুকুন্দরামের হাট, কে মানুষ পলাতক বুকে কাঁদে, ভালো আছো সোনালু ফুল, অনেক ভুলের প্রতিবেশী, অথচ নীরবতা। এছাড়া শিশু কিশোরদের জন্য তাঁর রচিত ‘ছড়ায় ছড়ায় কথার নাচন’ বেশ পাঠকপ্রিয় হয়েছে।

error: দুঃখিত!