মুন্সিগঞ্জ, ১ জুলাই, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপেসওয়েতে কঠোর বিধিনিষেধেরে প্রথম দিনে কড়াকড়ি অবস্থানে দেখা গেছে প্রশাসনকে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে এই চিত্র দেখা গেছে।
সকাল থেকেই পুলিশ ঢাকা-মাওয়া এক্সপেসওয়ের কুচিয়ামোড়া কলেজগেট এবং নিমতলা এলাকায় অবস্থান নেয়। এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী কিছু গাড়ী ব্যতিত চোখে পড়েনি সিএনজি কিংবা ব্যাটারী চালিত অটো রিকসা । তবে কোন কারণে দু একটি মোটরসাইকেল ও পথচারী আসলেই পরতে হয়েছে পুলিশের জেরার মুখে।
এ ছাড়া সিরাজদিখানে আনসার, র্যাব, বিজিপি, পুলিশ এবং গ্রাম পুলিশের সমন্বয়ে বাস্তবায়ন করা হয়েছে সরকারি বিধিনিষেধ।
কাল শুক্রবার থেকে লকডাউন বাস্তবায়নের জন্য সিরাজদিখানে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান সিরাজদিখান ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ দিকে বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতও পরিচালনা করেছে। উপজেলার ইছাপুরা বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে দুটি দোকানের মালিককে ৫শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ।