মুন্সিগঞ্জ, ১৩ জুলাই ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
একবার দুইবার নয়- একেবারে সেঞ্চুরি। ১০০ তম বারের মত কক্সবাজার ভ্রমণ সম্পন্ন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রিপন মিয়া।
এবার ভ্রমণ পিপাসু রিপনের সঙ্গী হয়েছেন মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের ১৩ বন্ধু। তাদের বেশিরভাগই বন্ধুর সাথে ঘুরেছেন দেশের বিভিন্ন প্রান্তে। শুক্রবার (১২ জুলাই) সৈকতের কলাতলী বিচে তারাই উদযাপন করলেন রিপনের ‘১০০ তম কক্সবাজার ভ্রমণ’।
৪৫ বছর বয়সী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার রিপন মিয়া বর্তমানে ঢাকার রামপুরায় বসবাস করেন। ১৯৯৬ সালে প্রথম কক্সবাজার যান তিনি। আর সর্বশেষ ১০০ তম বারের মত কক্সবাজার ভ্রমণ সম্পন্ন করেন গতকাল ১২ জুলাই।
কক্সবাজার ছাড়াও দেশের ৬৩টি জেলা ঘুরেছেন রিপন। বাকি আছে শুধু মেহেরপুর জেলা।
এ প্রসঙ্গে মোহাম্মদ রিপন মিয়া বলেন, ‘কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য্যের সমুদ্র সৈকত, মহেশখালী, সোনাদিয়া, সেন্টমার্টিন ও কুতুবদিয়া দ্বীপ আমার পছন্দের।’
তিনি বলছিলেন, স্থানীয় মানুষের আবিস্কৃত বিভিন্ন খাবারের পদ উপভোগের পাশাপাশি এখানকার সংস্কৃতি এবং পারস্পরিক আচরণ আকর্ষিত করে তাকে।
কি উদ্দেশ্যে এতবার আসা এমনটা জানতে চাইলে রিপন মিয়া বলেন, ‘বার বার কক্সবাজারে গিয়েছি মূলত এর প্রাকৃতিক সৌন্দর্যের টানে। এখানকার সামুদ্রিক পরিবেশ যে কারও মন ভালো করে দেয়।’
রিপনের বন্ধু মুন্সিগঞ্জের মশহ শিহাব বলেন, ‘আমি আর রিপন অন্তত ৪০ জেলা এক সাথে ঘুরেছি। ওর ভ্রমণের প্রতি সবসময়ই আকর্ষণ রয়েছে। তাই যখনই সে সময় পায় কখনো স্বজন, কখনো বন্ধুদের নিয়ে বেড়িয়ে পড়ে। এবার আমরা নাটোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও মাদারীপুরের ১৩ জন ওর ভ্রমণসঙ্গী হই। ওর কাছ থেকে আমরাও কক্সবাজারের অনেক জানা-অজানা সম্পর্কে জানতে পারি।’