বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে এর দৃশ্যধারণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে। পল্লীকবির জন্মস্থান ফরিদপুরে। এই জানুয়ারি মাসেই তার জন্ম হয়েছিল। তাই জানুয়ারি মাসে প্রচারিতব্য এ অনুষ্ঠানটি পল্লীকবির স্মরণে ফরিদপুরের কুমার নদের তীরে তার পৈতৃক বাড়ির সামনে ধারণ করা হয়েছে। আর এ অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
শেকড় সন্ধানী ইত্যাদিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষকে খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। তবে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী শুরুতেই থাকছে অনুষ্ঠান ধারণ স্থান ফরিদপুর এবং পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন।
ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যে পরিবারের সাত সদস্যই অন্ধ। রয়েছে আলোকচিত্র শিল্পী আবু তাহেরকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেনের বার্সেলোনায়। এবারের বিষয় ঐতিহাসিক সাগরাদা দ্য ফ্যামিলিয়ার ওপর একটি তথ্যসমৃদ্ধ সরেজমিন প্রতিবেদন।
এবারের ‘ইত্যাদি’তে মূল গান রয়েছে একটি। পল্লীকবি রচিত জনপ্রিয় একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই। এছাড়াও পল্লীকবির অত্যন্ত জনপ্রিয় তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি একটি গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। এছাড়া আরও নানা আয়োজন রয়েছে। ইত্যাদির এবারের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।