অালু উৎপাদনে সর্ববৃহৎ জেলা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বিস্তৃর্ণ জমিতে আলু গাছে নাবী ধসাসহ আগাম ধ্বসা বা পাতার দাগ রোগ দেখা দিয়েছে। এর আগে পাশের সিরাজদিখান উপজেলায় এই রোগ দেখা দেয়।
চলতি আলুর মৌসুমে আলুর এ সমস্ত রোগবালাই কৃষকদের বিপাকে ফেলেছে।
সিরাজদিখান উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সিরাজদিখান উপজেলায় প্রায় ৯ হাজার ৩শ’ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে ডায়মন্ড এবং অ্যাস্টারিক্স জাতই প্রধান। মোট আবাদকৃত জমির প্রায় ৭ হাজার ৯৫০ হেক্টর ডায়মন্ট এবং ১ হাজার ৯০ হেক্টর অ্যাস্টারিক্স. ২৪০ কার্ডিনালসহ অন্যান্য জাতের আলু রোপন হয়েছে প্রায় ২০ হেক্টর।
সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান,‘আক্রান্ত জমির বেশির ভাগই অ্যাস্টারিক্স জাতের। কৃষকদের এ রোগের প্রকোপ সম্পর্কে সচেতন ও আগাম সর্তরকীকরণ বার্তা প্রচার করতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।’
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সকল মাঠকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। অর্থ্যাৎ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষক ও কীটনাশক ডিলারদের মাধ্যে সচেতনমূলক লিফলেট বিতরণ করছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির জানান, ‘রোগটি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।