২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:০৫
এবারও ভালোবাসার গল্প নিয়ে নাটক তৈরি করবে ক্লোজআপ
খবরটি শেয়ার করুন:

সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের ভালোবাসার গল্প দিয়ে প্রতিবছর ভালোবাসা দিবসে ‘কাছে আসার গল্প’ শিরোনামের নাটক তৈরি করে আসছে ক্লোজআপ।

২০১৬ সালের ১৪ই ফেব্রুয়ারি আর খুব বেশি দূরে নেই। তাই আবারও সবার কাছে ভালোবাসার গল্প আহ্বান করেছে ক্লোজআপ কর্তৃপক্ষ।

সম্প্রতি নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে তারা এই গল্প পাঠানোর অনুরোধ জানায়।

সেখানে লেখা হয়, ‘দেখতে দেখতেই একটি বছর ঘুরে কাছে চলে এলো ভ্যালেন্টাইনস্‌ ডে! এই উপলক্ষে চলুন আমরা আবারও তুলে নিয়ে আসি সেই সাহসী গল্পগুলো। যা দুটি মানুষকে কাছে এনেছিল, কিন্তু কখনও সেগুলো কাউকে বলা হয়ে ওঠেনি। সেই অজানা সাহসী গল্পগুলোর জন্যই এবার শুরু হল আমাদের ‘কাছে আসার সাহসী গল্প’।

আপনার গল্পটি আজই পাঠিয়ে দিন golpo@closeupbd.com – এ অথবা আপলোড করুন www.closeupbd.com-এ। কে জানে হয়তো আপনার গল্পটি দিয়েই তৈরি হবে ভালোবাসা দিবসের তিন নাটকের একটি!

error: দুঃখিত!