২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৪২
এক্সপ্রেসওয়েতে ৬ প্রাণ: ফিটনেস-রুট পারমিট ছিলো না বাসের, ড্রাইভিং লাইসেন্স নেই চালকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনার একদিন আগে সংস্কার করে রুট পারমিট ছাড়াই পুরনো বাসটি ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলে সড়কে নামায় মালিকপক্ষ। একদিকে বাসের ফিটনেস সনদ তো ছিলোই না অন্যদিকে লাইসেন্স ছিলো না ড্রাইভারেরও।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য জানিয়েছেন বাসচালক নুর উদ্দিন (৩০)। পরে তার দেয়া তথ্য যাচাইবাছাই করে নিশ্চিত হয় হাইওয়ে পুুলিশ।

এদিকে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বেপারি পরিবহনের পরিচালক ডাবলু বেপারিকে (৪৭) শনিবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে হাসাড়া হাইওয়ে থানায় হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এসময় সড়কে যানবাহন নামানোর আগে মালিকপক্ষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আমরা বিআরটিএতে খুঁজে দেখেছি, সেখানে সেটি ছিলো না। এছাড়া গাড়িটির ফিটনেস ফেইল করেছে ২০২৩ সালের অক্টোবর ২৮ তারিখে, রুট পারমিট এক্সপায়ার্ড করেছিলো ২০২৪ সালের মার্চে। এছাড়া ট্যাক্স টোকেনও ফেইল ছিলো।’

‘গ্রেপ্তারকৃত বাসচালকের ডোপ টেষ্ট করা হচ্ছে। তিনি নিয়মিত মাদকসেবি ছিলেন কি না সেটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি এ ঘটনার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কি না দেখা হবে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত ডাবলু বেপারি ঘাতক বাসটির মালিক নন। তবে বেপারি পরিবহনের পরিচালক তিনি। বাসটির প্রকৃত মালিককে সনাক্তের কাজ চলছে। তাকেও আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত; গত শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোল প্লাজায় টোল বুথে অপেক্ষমান প্রাইভেট কার ও মোটরসাইকেলে বাস চাপায় ৬ জন নিহত হন। গুরুতর আহত ৫ জন এখনো হাসপাতালে ভর্তি। এ ঘটনায় পরদিন নিহত আমেনা বেগমের বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পরে শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুর উদ্দিন ও শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের লতিফ বেপারীকান্দি গ্রাম থেকে পরিবহন পরিচালক ডাবলুকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে রোববার দুপুরে ঢাকা সিএমএম কোর্টে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী, সার্জন জুয়েল হোসেন, উপ পরিদর্শক রহমান মিয়া প্রমুখ।

error: দুঃখিত!