২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সন্ধ্যা ৭:১৯
উপজেলা নির্বাচন: মুন্সিগঞ্জ সদরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা কে কত ভোট পেলো দেখে নিন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখানে ভোট দিয়েছেন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস পেয়েছেন ২০ ভোট। আরেক হেভিওয়েট আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোল কোন ভোটই পাননি। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সদর আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া আফসু পেয়েছেন ১ ভোট এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাষ্টার পেয়েছেন ৩ ভোট এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম পেয়েছেন ১ ভোট।

এদিকে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান পেয়েছেন ১২ ভোট এবং ছাত্রলীগের সাবেক নেতা গোলাম মাওলা তপন পেয়েছেন ১০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী আক্তার পেয়েছেন ১০ ভোট, সালমা আক্তার পেয়েছেন ৭ ভোট এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের কাছে পেয়েছেন মাত্র ১ ভোট।

দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটে এগিয়ে থাকা ৩ জনের নাম কেন্দ্রে পাঠাবে জেলা আওয়ামী লীগ। এরপর চূড়ান্ত প্রার্থী ঘোষনা করে চিঠি দেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আগামী ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করার কথা রয়েছে। আর মার্চের যে কোন সময়ে হতে পারে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাচন।

এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত না পাল্টালে উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আর মুন্সিগঞ্জ সদরে ভোটগ্রহন হবে ইভিএমে।

error: দুঃখিত!