২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:০৮
উন্নত চিকিৎসা নিতে বিদেশে জেলা তরুণলীগ সভাপতি মিদূল
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ দফা ইউপি নির্বাচনে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অাবদুল সাত্তার এর পক্ষে নির্বাচনী গণসংযোগে নেমে স্বতন্ত্র প্রার্থী একসময়ের শীর্ষ অস্র ব্যবসায়ী ও ত্রাস গোলাম মোস্তফা, তার ছোটভাই গোলাম কিবরিয়া ও তাদের লালিত ক্যাডারদের দ্বারা গুরুতর সন্ত্রাসী হামলার শীকার মুন্সিগঞ্জ জেলা তরুণলীগের সভাপতি মিদূল দেওয়ান উন্নত চিকিৎসার জন্য ইতালি পৌছেছেন।

মিদূল দেওয়ানের ঘনিষ্ঠ একটি সূত্র ‘অামার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছে।

অাগামী ৬জুলাই মিদূল দেওয়ানের দেশে ফেরার কথা রয়েছে।

error: দুঃখিত!