৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন বাংলাদেশের প্রিয়তি
খবরটি শেয়ার করুন:

প্রিয়তি, মিস আয়ারল্যান্ড ও একজন পাইলট। এবার মিস আর্থ প্রতিযোগীতার জন্য তৈরী হচ্ছেন। অক্টোবরে জ্যামাইকাতে অনুষ্ঠিত হবে মিস আর্থ প্রতিযোগিতা। তার কাছে বলিউডের নায়ক ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব আসলে তিনি ফিরিয়ে দেন।

এর আগে তিনি হলিউডের একটি মুভিতে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন, মিস আর্থ প্রতিযোগীতায় ব্যস্ততার কারণেই সেখানে অভিনয় করেত পারেননি তিনি। তবে এরই মধ্যে আইরিশ পরিচালক কিয়ারন ডেভিসের ‘ওয়ান্ডারল্যান্ড’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়তি। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০১৪ সালে ৭০০ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন তিনি। ঢাকার মেয়ে প্রিয়তি ১৪ বছর আগে ব্যবসায় ব্যবস্থাপনায় পড়তে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। এরপর কর্মজীবন শুরু করেন মাইক্রোসফটে। প্রশিক্ষণ নেন বিমান চালনার। বর্তমানে বিমান চালনা আর মডেলিং নিয়েই ব্যস্ত রয়েছেন প্রিয়তি।

পেশাগতভাবে বিমানের পাইলট প্রিয়তি বলেন, ‘মডেলিং কিংবা সিনেমায় অভিনয় আমার কাছে পেশা নয়। ভাললাগার জায়গা থেকে এর সঙ্গে যুক্ত। তাই মানহীন কোনো কাজ করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না। ’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!